“কালের চাকা বন্ধু সংঘ” এর একুশ উদযাপন
মেহেরপুর বিডিনিউজঃ-
মেহেরপুরের গাংনী উপজেলাতে কালের চাকা বন্ধু সংঘের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
রবিবার সকাল ৭.৩০ মিনিটে হোগল বাড়িয়া,মহম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কালের চাকা বন্ধু সংঘ গাংনী উপজেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালের চাকা এর মেহেরপুর জেলা প্রতিনিধি রেজওয়ান আল এহসান গালিব,সহ সভাপতি ও মেহেরপুর বিডিনিউজ এর সম্পাদক রকিবুল ইসলাম রকি,, সাধারণ সম্পাদক মোর্শেদ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামি,যুগ্ম সম্পাদক আরাফাত আফ্রিদি লেলিন, সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত অংকুর,,তন্ময় বিশ্বাস, এস.আর.খান,হাবিব,জিহাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে রেজওয়ান আলো এহসান গালিব বলেন, “রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা।ভাষার অধিকার আদায় হয়েছে। এখন মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে”।