গাংনীতে ১৫ বােতল ভারতীয় মদসহ ১জন আটক
Spread the love

মেহেরপুর বিডিনিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা এলাকা থেকে ১৫ বােতল মদসহ লাল্টু মিয়া (৪৮) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রােববার ভােররাত ৪টার দিকে উপজেলার সহড়াতলা বিজিবি ক্যাম্পের নায়েক জামান খাঁনের নেতৃত্ব লাল্টুকে আটক করা হয়।
নায়েক জামান খাঁন জানান,রবিবার ভােরে টহল শেষে ক্যাম্পে ফেরার সময় সহড়াতলা গ্রামের উত্তর মাঠ থেকে লাল্টুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বােতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক আইনে মামলা হয়েছে।