গাংনীতে দু’মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে যুবক আহত
মেহেরপুর বিডিনিউজঃ-

মেহেরপুরের গাংনীতে দু’মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে রকি হােসেন (১৭) নামের এক যুবক আহত হয়েছেন। আহত রকি গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের হিছাব উদ্দীনের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হাড়িয়াদহ-গােপালনগর সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,রকি মোটরসাইকেলযােগে হাড়িয়াদহ গ্রাম থেকে গোপালনগর বাজারের দিকে যাচ্ছিলেন। সে গােপালনগর গ্রামের মাঝামাঝি পৌঁছালে,মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখােমুখি ধাক্কা লাগে। এ সময় রকি সড়কে ছিটকে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে
উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।