পাচঁদফা দাবিতে মেহেরপুরের তৃতীয় শ্রেনীর কর্মচারি পরিষদের মানবন্ধন
মেহেরপুর বিডিনিউজঃ-

শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৈষম্য’র প্রতিবাদে মেহেরপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারি পরিষদের ব্যনারে কর্মসুচি পালিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইলিয়াস হোসেন, জেলা সভাপতি আব্দুল হাই প্রমুখ। মানবন্ধনা শেষে পাচঁ দফা দাবি সম্বলিত স্বারকলীপি জেলা প্রশাসক মনসুর আলম খানকে দেওয়া হয়। মানবন্ধনে বক্তারা বলেন, চলমান করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেকারণে বেতনও ঠিকমত পাওয়া যায় না। দির্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর কর্মচারিদের নাম মাত্র বেতন দিয়ে চরম বৈষম্য করা হচ্ছে। সরকার যদি এসকল কর্মচারিদের বেতন বৈষম্য দুর করে তাহলে দেশের শ্রেনী বৈষম্য অনেকটা দুরিভুত হবে।